আটক হয়ে থানায় এসেই মহিলা ইনস্পেক্টরের শ্লীলতাহানি! নিউটাউনের ঘটনায় গ্রেপ্তার ২
প্রতিদিন | ১৫ মার্চ ২০২৫
দিশা ইসলাম, সল্টলেক: দোলের সন্ধ্যায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন দুই যুবক। তার জেরে নিউটাউনে বলাকা আবাসনের কাছে রাস্তার ধারে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পথ সুরক্ষা আইন ভাঙার অভিযোগে তাঁদের আটক করে থানায় নিয়ে যেতেই আরও যেন বেপরোয়া হয়ে ওঠেন ওই দু’জন। অভিযোগ, থানার ভিতরেই মহিলা ইন্সপেক্টরের শ্লীলতাহানি করে তারা। অশালীনভাবে তাঁকে স্পর্শ করে পোশাক খোলার চেষ্টা করে। এরপর কালবিলম্ব না করে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। বারাসত আদালতে তাদের তোলা হবে শনিবার।
নিউটাউন থানার পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যাবেলা দুই মদ্যপ যুবক গাড়ি চালিয়ে সেক্টর ফাইভ থেকে নিউটাউনের যাচ্ছিলেন। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পেরে নিউটাউনের বলাকা আবাসনের কাছে রাস্তার ধারের ডিভাইডারে ধাক্কা দেয়। এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল তারা।
থানায় আসার পর যুবকদের নামধাম জানতে চান কর্তব্যরত মহিলা ইন্সপেক্টর। অভিযোগ দায়ের করার জন্য একাধিক জরুরি প্রশ্ন করেন। সেসময়ই ওই দুজন মহিলা ইন্সপেক্টরের শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তাঁর গায়ে হাত দেওয়া, পোশাক খোলার চেষ্টা চলে বলে অভিযোগ। এরপরই পুলিশের পক্ষ থেকে দুই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। সঙ্গে সঙ্গে গ্রেপ্তারও হয় দু’জন। ধৃতদের আজ বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। তবে থানার ভিতর ঢুকে এভাবে মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো দুঃসাহসিক কাজ করা যুবক আসলে কারা, কী তাদের পরিচয়, তা জানার চেষ্টায় তদন্তকারীরা। তাদের নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানাবে নিউটাউন থানার পুলিশ।