• দিল্লির ‘খেলা’ ধরে ফেললেন! বাংলার ভোটে ‘ভূত’ ধরতে ডেডলাইন বেঁধে নির্দেশ অভিষেকের
    হিন্দুস্তান টাইমস | ১৫ মার্চ ২০২৫
  • ‘ভূতুড়ে’ ভোটার ধরতে বিভিন্ন স্তরে কমিটি গঠনের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাতে একজনও ‘ভূতুড়ে’ ভোটার না থাকেন, তা নিশ্চিত করতে হবে তৃণমূল নেতা-কর্মীদের। ভোটার তালিকা যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয়, সেজন্য জেলাভিত্তিক কমিটি গঠন করতে হবে। আর সেই কাজটার জন্য পাঁচদিন বেঁধে দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, ২১ দিন থেকে ২৭ দিনের মধ্যে ব্লকভিত্তিক কমিটি গঠন করে ‘ভূতুড়ে’ ভোটার ধরার কাজটা শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

    সূত্রের খবর, বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যতদিন না ২০২৬ সালের বিধানসভা নির্বাচন মিটে যাচ্ছে, ততদিন ‘ভূতুড়ে’ ভোটার তাড়ানোর কাজ চালিয়ে যেতে হবে। সেই কাজে কোনওরকম ঢিলেমি দেওয়া যাবে না। বরদাস্ত করা হবে না কোনও গাফিলতি। আর কেন সেই সতর্কতা অবলম্বন করতে বলেছেন, সেটাও ব্যাখ্যা করেছেন অভিষেক। 


    তিনি দাবি করেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের মাসখানেক সকলে ধরে নিয়েছিল যে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর কারচুপির কোনও সুযোগ নেই। ভোটার তালিকায় যাঁদের নাম আছে, তাঁরা সকলেই স্বচ্ছ ভোটার বলে ধরে নিয়েছিলেন বিরোধী নেতা-নেত্রীরা। কিন্তু সেইসময়েই আসলে ভোটার তালিকায় ‘ভূত’ ঢোকানো হয়েছে বলে সতর্ক করেছেন অভিষেক।


    আর অভিষেক যেদিন ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সরব হয়েছেন, সেদিনই সেদিনই জানা গিয়েছে যে 'ভূত' তাড়াতে আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ডাকা বৈঠকে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় আইন সচিব-সহ একাধিক উচ্চপদস্থ কর্তা। এমনকী সেই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছ থেকে মতামতা চেয়ে পাঠিয়েছে কমিশন।


    কমিশনের কাছে তৃণমূলের তরফেই দাবি তোলা হয়েছিল যে আধার কার্ড বা পাসপোর্টের মতোই ভোটার কার্ডে ইউনিক নম্বর রাখা হোক। সেইসঙ্গে রাজ্যের শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছিল যে হরিয়ানা, গুজরাটের মতো বিজেপি-শাসিত রাজ্যের বাসিন্দাদের নাম ধরা পড়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। আর সেই কাজটা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)