• 'ভূত' ধরতে মিটিং! ক্যামাক স্ট্রিটে অভিষেক, লিঙ্কের অপেক্ষায় TMC নেতারা
    হিন্দুস্তান টাইমস | ১৫ মার্চ ২০২৫
  • এখনও দোলের রঙ মোছেনি শরীর থেকে। তৃণমূলের বহু নেতা একেবারে দল বেঁধে দোল খেলেছেন এবার। এদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শুক্রবার দোল খেলা হয়েছে। তবে উত্তরবঙ্গের বহু জেলাতে রঙ খেলার আনন্দ মূলত শনিবার। আর সেই শনিবারই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই উপলক্ষে জেলায় জেলায় জনপ্রতিনিধিরা একেবারে প্রস্তুত। 

    কার্যত অনেকের কাছেই দলের সেকেন্ড ইন কমান্ড বলে অঘোষিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই ধরে নেন অনেকেই। আর সেই অভিষেক যখন মিটিং ডেকেছেন তখন তাতে তো হাজির হতেই হবে। একাধিক তৃণমূল নেতা আগেভাগেই রঙ মুছে তৈরি হয়ে মোবাইল নিয়ে হাজির। অনলাইনে মিটিংয়ে হাজির হবেন তাঁরা। 

    সূত্রের খবর, সাড়ে চারহাজারেরও বেশি জনপ্রতিনিধি ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত থাকবেন অভিষেকের মিটিংয়ে। তবে একটু আগেভাগেই ক্য়ামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান অভিষেক। মূলত দেখা হচ্ছে প্রত্যেক জনপ্রতিনিধি যাতে এই মিটিংয়ে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে লিঙ্ক পাঠানোটা নিশ্চিত করা হচ্ছে। 

    সূত্রের খবর, দুপুর ৩টে ৫০ মিনিটে নির্দিষ্ট জনপ্রতিনিধিদের কাছে লিঙ্ক পাঠানো হবে। আর সেই লিঙ্কের ভিত্তিতে মিটিংয়ে অংশ নিতে পারবেন সেই জনপ্রতিনিধিরা। মূলত ভূয়ো ভোটার রুখতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়েই আলোচনা হতে পারে অভিষেকের মিটিংয়ে। 

    ভার্চুয়াল মিটিং। সেই মিটিং ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে একাধিকবার দিন বদল হয়েছিল। এরপর ১৫ মার্চ দিনটাকে ঠিক করা হয়। সেই মতো মিটিং শুরু হচ্ছে। দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন এই মিটিংয়ে। 

    মূলত ভুয়ো ভোটার নিয়েও আলোচনা হতে পারে। সেই সঙ্গেই সামনের বছরই বিধানসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার আগে এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলকে বিভিন্ন স্তরে কীভাবে আরও শক্তিশালী করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। 

    রাজ্যসভা ও লোকসভায় দলের সমস্ত সাংসদকে বৈঠকে ডাকা হয়েছে। এমনকী লোকসভা ভোটে ভালো লড়েও শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন এমন কয়েকজনকেও ডাকা হয়েছে মিটিংয়ে। তৃণমূলের সমস্ত বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতিদের, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, বিভিন্ন শাখা সংগঠনের জেলা নেতৃত্বকে বৈঠকে থাকতে বলা হয়েছে। তবে দলের ছাতার তলায় থাকা শিক্ষক সংগঠনকে এই বৈঠকে ডাকা হয়নি বলেই সূত্রের খবর। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)