সেতুর তলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার! শোরগোল হুগলির পোলবায়
আনন্দবাজার | ১৫ মার্চ ২০২৫
হুগলির পোলবার অনন্তপুরের এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার চন্দননগর রেল ওভারব্রিজ়ের তলায় একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। খবর পেয়ে দেহ উদ্ধার করে পোলবা থানার পুলিশ। খুন না কি আত্মহত্যা, তা স্পষ্ট ভাবে এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে ওভারব্রিজ়ের তলায় একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিছু ক্ষণের মধ্যে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানেই ময়নাতদন্ত হচ্ছে বলে খবর।
হুগলি গ্রামীণ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছিল। ডিএসপি প্রিয়ব্রত বক্সি জানান, অনন্তপুরে সেতুর নীচে এক যুবকের দেহ পড়ে আছে বলে খবর যায় পোলবা থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তিনি বলেন, ‘‘মৃতের শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’’ বস্তুত, কী ভাবে যুবকের মৃত্যু হয়েছে, তা নিয়ে এখন কোনও মন্তব্য করতে চায়নি পুলিশ। আপাতত মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
স্থানীয়েরা জানাচ্ছেন, হতে পারে শুক্রবার দোল উপলক্ষে বাইর থেকে ওই যুবক ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁকে আগে কখনও এলাকায় দেখা যায়নি বলে দাবি করা হয়েছে। নিছক দুর্ঘটনাজনিত কারণে যুবকের মৃত্যু, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।