• যশোর রোডে অটোর উপরে গাছ পড়ে বিপত্তি, বারাসতে গুরুতর আহত বেশ কয়েক জন, রাস্তায় যানজট
    আনন্দবাজার | ১৫ মার্চ ২০২৫
  • যশোর রোডে অটোর উপরে গাছ পড়ে বিপত্তি। গুরুতর ভাবে জখম হলেন বেশ কয়েক জন। শুধু তা-ই নয়, এই ঘটনার জেরে শনিবার বিকেলে ৩৫ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বারাসত থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙে পড়া গাছ রাস্তা থেকে সরানোর উদ্যোগ নেয়।

    শনিবার বিকেলে বারাসতের জগদিঘাটার কাজীপাড়া এলাকায় যশোর রোডের পাশের নর্দমা মেরামতির কাজ চলছিল। নর্দমার পাশে থাকা একটি মেহগনি গাছ আচমকাই একটি চলন্ত অটোর উপরে গিয়ে পড়ে। বেশ কয়েক জন গুরুতর ভাবে আহত হন। গাছের নীচে চাপা পড়া যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয় বারাসত সরকারি হাসপাতালে।

    অটোটি বিরা থেকে বারাসতের দিকে যাচ্ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নর্দমা মেরামতির কাজ চলার জন্য গাছটির গোড়া থেকে মাটি সরে যায়। তার পরেই হুড়মুড় করে ভেঙে পড়ে গাছটি।
  • Link to this news (আনন্দবাজার)