• হোলির দিন চন্দননগর রেল ওভার ব্রিজের নীচে উদ্ধার যুবকের দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশায় পুলিশ ...
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: হোলির দিন রেল ওভার ব্রিজের নীচে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। খুন না আত্মহত্যা, তা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পোলবার অনন্তপুরে। শনিবার চন্দননগর রেল ওভার ব্রিজের নীচ থেকে উদ্ধার হয় মৃতদেহটি। স্থানীয়দের থেকে খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সি, সিআই, ওসি ঘটনাস্থলে পৌঁছন।

    ডিএসপি জানিয়েছেন, অনন্তপুরে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে আছে খবর যায় পোলবা থানায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃতের শরীরে বড় কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কীভাবে মৃত্যু হল, তা নিয়ে এখনই কিছু জানাতে চায়নি পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গতকাল দোল ছিল। ব্রিজের উপর থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার জেরে যুবকের মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)