ধারের টাকা ফেরত দেয়নি, চাপ দিতে নন্দীগ্রামে চার বছরের শিশুকে ট্রলিতে ভরে অপহরণের চেষ্টা গৃহশিক্ষকের!...
আজকাল | ১৬ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কুমোরটুলি, গিরিশ পার্কের পর এ বার নন্দীগ্রাম। ফের ট্রলিব্যাগ-কাণ্ড। মাত্র চার বছরের একটি শিশুকে ট্রলিব্যাগে ভরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে তিন জন মহিলাও রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম সঞ্জয় পতি। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ার কাঁটাখালির বাসিন্দা। এলাকারই একটি চার বছরের শিশুকে পড়াতেন তিনি। দোলের দিন সকালে যখন শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না সেই সুযোগে শিশুটির মুখে কাপড় গুঁজে তাকে একটি ট্রলিব্যাগের মধ্যে ভরে ফেলেন। শিশুটির দিদি সেই ঘটনা দেখে ফেলায় তার হাত-পা বেঁধে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যান যুবক। বেশ কিছু ক্ষণ পরে মেয়েটির চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়েরা ছুটে যান। মেয়েটির মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজ শুরু করেন ওই গৃহশিক্ষকের। বিপদ বুঝে নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুরিয়া এলাকায় ট্রলি ফেলে পালিয়ে যান সঞ্জয়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
শনিবার অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে পাকড়াও করেছে পুলিশ। সঞ্জয় জানিয়েছেন, ছাত্রের বাবা তাঁর কাছে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা কিছুতেই ফেরত পাচ্ছিলেন তিনি। তাই ছাত্রকে অপহরণের পরামর্শ দিয়েছিলেন এক বন্ধু। এ ছাড়া আর কোনও উদ্দেশ্য ছিল না।
নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ধৃতদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।