মিল্টন সেন, হুগলি: বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে পরিচয় ভাঙিয়ে টাকা তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরে। বিধায়কের সম্মানহানির অভিযোগে সরব দলের কর্মী সমর্থকরা। দলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীরামপুর থানা এবং লালবাজারে।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। অভিযোগ সেই অ্যাকাউন্ট থেকে সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অনুগামী ও পরিচিতদের এসএমএস করা হচ্ছিল। ফোন নম্বর নিয়ে ফোন করে বহুজনের কাছ থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠেছে।
সম্প্রতি বিষয়টি বিধায়ক অনুগামীদের নজরে আসে। তারপরেই দলের তরফে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। একইসঙ্গে বিধায়ক নিজেও অভিযোগ জানিয়েছেন লালবাজারে। এভাবে বিধায়কের নাম এবং ছবি ব্যবহারে শোরগোল পরেছে তৃণমূলের অন্দরেও। এই প্রসঙ্গে বিধায়ক সুদীপ্ত রায়ের অনুগামী তৃণমূল কর্মী শুভময় দাস জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট লক্ষ করেছেন। যেখানে বিধায়কের নাম ও ছবি ব্যবহার করা হচ্ছিল। এই নিয়ে শ্রীরামপুর থানায় তিনি লিখিত অভিযোগ করেন। বিধায়কের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে অ্যাকাউন্ট থেকে ফার্নিচার বিক্রির নামে টাকা চাওয়া হচ্ছে। এছাড়াও নানাভাবে টাকা চাওয়া হচ্ছিল। সম্প্রতি রিষড়ার একজনের থেকে নয় হাজার টাকা নিয়েছে। তাই তিনি সকলের উদ্দেশে বলেছেন, কেউ যেন এই প্ররোচনায় পা না দেন।