• ভয়াবহ আগুনের গ্রাসে আউশগ্রামের জঙ্গল, মৃত্যুর আশঙ্কা বন্যপ্রাণীদের ...
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগুনের গ্রাসে পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গলের আদুরিয়া, আকুলিয়া গ্রামের পার্শ্ববর্তী বনাঞ্চল। বিশেষত কালিকাপুর, হেদগড়া জঙ্গলে বড়সড় ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে আগুন জ্বললেও বনদপ্তরের তরফে সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যাচ্ছে না। 

    আউশগ্রামের জঙ্গলে ময়ূর ছাড়াও ইন্ডিয়ান উলফ বা হেঁরোল, খরগোশ, অজগর, বনমুরগি, বনবিড়াল, প্যাঙ্গোলিন, সজারুর মতো বেশ কয়েকটি প্রাণীর উপস্থিতি দেখা যায়। বছর তিনেক ধরে জঙ্গলে পাইথনের দেখাও মিলেছে। সমস্ত প্রাণীর সংখ্যাই গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই জঙ্গলে আগুন লাগায় এই প্রাণীদের নিরাপত্তা নিয়ে সকলেই চিন্তিত। 

    জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বলছে আকুলিয়া, কালিকাপুর, হেদগড়া জঙ্গল সংলগ্ন এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গায় জায়গায় লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েক হাজার হেক্টর জঙ্গল। স্থানীয় বাসিন্দা তথা লেখক রাধামাধব মণ্ডল বলেন, ভয়াবহ এই আগুন দেখে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছি। তিন, চারদিন ধরে এই আগুন জ্বলছে। এবিষয়ে বনদপ্তরের পানাগড় রেঞ্জ অফিসার প্রণবকুমার দাস জানান, আগুন নেভানোর কাজ আপাতত শেষ হয়েছে। নতুন করে কোথাও আগুন লাগার খবর নেই। তবে জঙ্গলের বিভিন্ন জায়গায় মাঝে মাঝেই আগুন ধরে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে সঙ্গে সঙ্গে তা নিভিয়ে ফেলার।
  • Link to this news (আজকাল)