সংগঠনে দায়িত্ব পেতে হলে পারফরম্যান্সই শেষ কথা! স্পষ্ট বার্তা অভিষেকের
হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে পদ পেতে গেলে কাজ করে দেখাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট নেতা বা কর্মীর পারফরম্যান্সই হবে শেষ কথা! শনিবারের বিরাট ভার্চুয়াল বৈঠকে একেবারে স্পষ্টভাবে এই বার্তা দিয়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার যেন তিনি বুঝিয়ে দিলেন, তিনি আসলেই দলের 'সেকেন্ড ইন কমান্ড'!
তাছাড়া, এদিন যে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল, অভিষেক তাতে যোগ দিয়েছিলেন তাঁর ক্য়ামাক স্ট্রিটের অফিস থেকে। ওই একই জায়গা থেকে মিটিংয়ে অংশ নেন দলের প্রবীণ নেতা তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আস্থাভাজন হিসাবে পরিচিত সুব্রত বক্সি। এভাবে অভিষেক ও সুব্রতর এক ফ্রেমে আসার বিষয়টিও আদতে বিশেষ বার্তাবাহী বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যেন উপস্থাপনা দিয়েই রাজ্যব্যাপী সকলস্তরের নেতা-নেত্রীকে বুঝিয়ে দেওয়া হল, নবীন-প্রবীণ দ্বন্দ্ব ও শিবির-সংঘাত ভুলে আপাতত কাজে মন দিতে হবে। তবেই মিলবে দায়িত্ব কিংবা পদ!
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই যে তৃণমূলের অন্দরে সাংগঠনিক রদবদল ঘটানো হবে, সেকথা গত বছরের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছিলেন অভিষেক। দলীয় সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে চোখের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আগেই এই রদবদল নিয়ে নিজের প্রস্তাব দলনেত্রীর কাছে জমা দিয়েছিলন তিনি।
যদিও আজ পর্যন্ত সেই রদবদল ঘটানো হয়নি। কিন্তু, এদিনের ভার্চুয়াল সভায় অভিষেক জানিয়ে দেন, এবার সেই রদবদল হবে এবং শীঘ্রই হবে। এক্ষেত্রে বেশ কয়েকটি সাংগঠনিক জেলা এবং ব্লক সভাপতি পদে রদবদল ঘটানো হতে পারে। আর সেই রদবদল ঘটানো হবে তাঁদের কাজের নিরিখে। সেটাই হবে মূল্য়ায়নের একমাত্র মাপকাঠি।
প্রসঙ্গত, প্রায় ২ ঘণ্টা ঘরে এদিন যে ভার্চুয়াল সভা হয়, তার মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধন করা নিয়ে আলোচনা করা এবং 'ভূতুড়ে' ভোটারদের চিহ্নিত করে তাদের বিদেয় করার রণকৌশল স্থির করা। কিন্তু, কীভাবে ভোটার তালিকা যাচাই করতে হবে কর্মীদের? সেটা বোঝানোর জন্য এদিনের সভায় ১০ মিনিটের একটি ভিডিয়ো সম্প্রচার করা হয়।
জানানো হয়, যে কর্মীরা মাঠে নেমে এই কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ দিতে নির্দিষ্ট কর্মশালার আয়োজন করা হবে। আর, আগামী ১৬ এপ্রিল থেকে শুরু করা হবে ভোটার তালিকা সংশোধনের কাজ।
অভিষেক আরও জানিয়েছেন, ইতিমধ্য়েই ভোটার তালিকা সংশোধনের জন্য দলনেত্রী ৩৫ জনের কোর কমিটি তৈরি করে দিয়েছেন। আগামী পাঁচদিনের মধ্য়ে জেলাস্তরেও কমিটি গড়ে দেওয়া হবে। পরবর্তীতে, আগামী ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্য়ে এই একই কাজের জন্য ব্লক কমিটিগুলিও তৈরি করার কাজ মিটিয়ে ফেলা হবে।
এছাড়াও, এদিনের সভায় পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিধানসভাকেন্দ্র এবং উত্তর কলকাতার জোড়াসাঁকো ও চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের উপর বাড়তি নজর দেওয়ার বার্তা দিয়েছেন অভিষেক।