• দামী গাড়ি চেপে টোটোর ব্যাটারি চুরি! হাওড়ার সিসি ফুটেজ, হতবাক পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
  • হাওড়া সাঁতরাগাছি, শিবপুর এলাকায় প্রায় চুরি যাচ্ছিল গাড়ির ব্যাটারি। মূলত রাস্তায় রাতে দাঁড়িয়ে থাকা টোটোর ব্যাটারি চুরি যাচ্ছিল। এনিয়ে কিছুতেই দিশা পাচ্ছিল না পুলিশ। চুরিটা করছে কারা? 

    এরপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। তারপরই পুলিশের চোখ আটকে যায় সিসি ক্যামেরার ফুটেজে। সেখানে দেখা যায়, এসইউভি গাড়ি ঘুরছে রাতের অন্ধকারে।মূলত শরৎ চ্য়াটার্জি রুটের উপর ওই গাড়ির উপস্থিতি দেখা যায়। 

    এরপর পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় যে রাতের অন্ধকারে এসইউভি গাড়ি চেপে আসছে চোরের দল। এরপর তারা সেই এসইউভি গাড়ি থেকে নেমে ব্যাটারি চুরি করে পালায়। 

    মূলত বৃহস্পতিবার ভোরের দিকের ওই গাড়ির ভিডিয়োটি সামনে আসে। তাতেই দেখা যায় ভোরের দিকে একটি এসইউভি গাড়ি চড়ে এসে টোটোর ব্যাটারি খুলে নিচ্ছে চোরের দল। এরপর সেই ব্যাটারি তারা গাড়িতে তুলে ফেলছে। মূলত ভোরের দিকে রাস্তা ফাঁকা থাকে। তখনও লোকজন বিশেষ থাকে না রাস্তায়। সেই সুযোগটা নিত চোরের দল। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।  
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)