• কার গাড়ি আগে যাবে, তা নিয়ে বচসা, তারকেশ্বরে পিটিয়ে ‘খুন’ আলু ব্যবসায়ীকে
    এই সময় | ১৬ মার্চ ২০২৫
  • আলু কিনে ফেরার পথে ঝামেলা। এক আলু ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। শনিবার রাতে তারকেশ্বর থানার পাঁচগেছিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তুমুল উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার-সহ হুগলি গ্রামীণের একাধিক থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা অকুস্থলে যান। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাখালচন্দ্র ঘোষ (৬০)। তারকেশ্বরেরই রামচন্দ্রপুর এলাকায় তাঁর বাড়ি।

    স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে পাঁচগেছিয়ায় গিয়েছিলেন রাখাল ও তাঁর ছেলে। সেখানে চাষিদের কাছ থেকে আলু কিনে ভ্যানে করে পিয়াসারা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। গাড়ির জায়গা ছাড়াকে কেন্দ্র করে কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয়।

    অভিযোগ, এর পরই লোহার রড দিয়ে রাখালের মাথায় আঘাত করা হয়। উদয়নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

    অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন স্থানীয়রা। রাখালের ছেলে তন্ময় ঘোষের কাজের দাবি বা জমির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে পুলিশের কাছে দাবি জানান গ্রামের লোকজন।

    হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশানু রায় বলেন, ‘আলু রাখা নিয়ে একটা বচসা হয়। আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি, চার পাঁচ জন মিলে এক ব্যক্তিকে মারধর করে, তাতেই তাঁর মৃত্যু হয়। নামগুলোও জানতে পেরেছি আমরা। যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করব আমরা।’ একই সঙ্গে তিনি জানান, মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন এখানকার লোকজন। সেই দাবিও গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)