• এক ভুলেই হয়ে গিয়েছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঁচ বছর পর আদালতের নির্দেশে পেলেন মুক্তি
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মানসিক রোগে ভুগছেন। অসংলগ্নভাবে তাই নিজের নাম ও ঠিকানা ভুল বলে ফেলেছিলেন কোচবিহারের দিনহাটা ১ ব্লকের নিগমনগর এলাকার বাসিন্দা শ্যামলচন্দ্র পাল। একটা ভুলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে গিয়েছিলেন। হাজতে পুড়েছিল পুলিশ। হয়ে গিয়েছেন বাংলাদেশের টাঙাইল জেলার বাসিন্দা হরিলালচন্দ্র পাল। বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিচয়ে জীবনের প্রায় পাঁচটি বছর নষ্ট হল তাঁর। 

    অবশেষে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে বিনা শর্তে মুক্তি পেয়ে শুক্রবার বাড়ি ফিরলেন শ্যামল। এই খবর ছড়িয়ে পড়তেই শনিবার এলাকার বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানাতে তাঁর বাড়িতে আসেন। পরিবার, পরিজন ও প্রতিবেশীরাও ভিড় করেন তাঁর বাড়িতে। 

    জানা গিয়েছে, দীর্ঘদিন বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের মানসিক হাসপাতালে থাকলেও শ্যামলের অবস্থার বিশেষ উন্নতি হয়নি। পরিবারের কয়েকজনকে চিনতে পারলেও কথা বলার অবস্থায় ছিলেন না তিনি। স্থানীয় প্রশাসন অবশ্য শ্যামলের চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। খুশি শ্যামলের পরিবার। খুশি পাড়া প্রতিবেশীরাও।
  • Link to this news (আজকাল)