• রাস্তায় সামান্য বিবাদের মর্মান্তিক পরিণতি, আলু কিনতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের, কারণ জানলে চমকে উঠবেন...
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিবাদ। পরিণতি হল মর্মান্তিক।  স্থানীয় সুত্রে খবর, রাস্তায় পাশ দেওয়া নিয়ে সামান্য বচসা। তা থেকেই বিরাট বিবাদ। পথচারী বৃদ্ধকে মারধোর। ঘটনাস্থলেই মৃত্যু! খুনের অভিযোগে উত্তেজনা ছড়ায়। 

    ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত পাঁচগাছিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার-সহ হুগলি গ্রামীন পুলিশের আধিকারিক। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃত বৃদ্ধর নাম রাখাল চন্দ্র ঘোষ, (৬০) বাড়ি তারকেশ্বরের রামচন্দ্র পুর এলাকায়। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পাঁচগাছিয়া কৃষকদের কাছে আলু কিনে ইঞ্জিন ভ্যান করে পিয়াসারার দিকে যাচ্ছিলেন রাখাল ঘোষ ও তাঁর ছেলে। সেই সময় রাস্তায় পাশ দেওয়া নিয়ে বেশ কয়েক জনের সঙ্গে তাঁদের বচসা হয়। এর পরই বৃদ্ধকে মারধোর করা হয় বলে অভিযোগ। ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়েও মারা হয় বলে অভিযোগ। আহত রাখালকে হাওড়ার উদয় নারায়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গ্রামে পুলিশ পৌঁছলে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃতের ছেলে তন্ময় ঘোষকে ক্ষতিপূরন দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানিয়েছেন,ঘটনা তদন্ত করে দোষী দের শাস্তির ব্যবস্থা করা হবে। সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)