• হোলির রং তুলতে বন্ধুদের সঙ্গে ফিডার ক্যানেলে নেমেছিল, মুহূর্তের মধ্যে তলিয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী...
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হোলির রং তুলতে ফিডার ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধে নাগাদ সুতি থানার আহিরণ ব্রিজ সংলগ্ন ক্যানেলে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুব্রত দাস (১৮)। তার বাড়ি সুতি থানার অন্তর্গত সাদিকপুর-নাপিতপাড়ায়। নিখোঁজ ওই ছাত্রের সন্ধানে রবিবার সকাল থেকে আহিরণ ফিডার ক্যানেল এলাকায় ডুবুরি এবং স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সুব্রত আরও কয়েকজন বন্ধুর সঙ্গে নিজেদের গ্রামে রঙ খেলে। এরপর সন্ধে নাগাদ সুব্রত দুই বন্ধুকে নিয়ে আহিরণ ব্রিজ সংলগ্ন ফিডার ক্যানেল ঘাটে স্নান করতে যায় রং তোলার জন্য। 

    সূত্রের খবর, ফিডার ক্যানেলে স্নান করতে নেমে তিন বন্ধুই একে একে তলিয়ে যেতে থাকে। সেই সময় ঘাটের কাছে উপস্থিত এক ব্যক্তি কোনওক্রমে দু'জনকে উদ্ধার করতে পারলেও সুব্রতকে তিনি উদ্ধার করতে পারেননি। 

    নিখোঁজ সুব্রতর পরিবারের এক সদস্য বলেন, 'এবছর সাদিকপুর বি কে হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সুব্রত। সোমবার তার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে কয়েকদিন ছুটি পাওয়ায় শনিবার সে বন্ধুদের সঙ্গে রং খেলতে গিয়েছিল।'

    তিনি জানান, 'সুব্রতর দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তারা কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু সুব্রতর কোনও খোঁজ রবিবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি।'
  • Link to this news (আজকাল)