শ্রেয়সী পাল, মুর্শিদাবাদ: দু'টি বস্তা ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে নবগ্রাম থানার অন্তর্গত মোহরুল গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে। রবিবার দুপুর নাগাদ অনন্তপুর এবং দিগরীর মধ্যবর্তী একটি এলাকায় দু'টি বস্তার মধ্যে স্থানীয় বাসিন্দারা বোমাগুলো পড়ে থাকতে দেখেন। এরপরই স্থানীয় বাসিন্দাদের তরফে নবগ্রাম থানায় বিষয়টি জানানো হয়। জেলা পুলিশের বোম ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাজে যাওয়ার সময় কিছু গ্রামবাসী অনন্তপুর এবং দিগরীর মধ্যবর্তী একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় দু'টি বস্তা পড়ে থাকতে দেখেন। সেগুলো অল্প খুলতেই ভেতরে দেশি বোমা দেখতে পান গ্রামবাসীরা।
মেরিনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, "এর আগে আমাদের গ্রামে কখনও বোমা উদ্ধার হয়নি। ব্যাগের মধ্যে একসঙ্গে এত বোমা দেখে আমাদের আতঙ্ক লাগছে।" গ্রামবাসীরা জানান, যে এলাকায় বোমা উদ্ধার হয়েছে তারা আশেপাশে প্রত্যেকদিন অনেক বাচ্চা খেলে। ভুল করে বাচ্চা ছেলে মেয়েরা যদি বস্তাগুলো সরানোর চেষ্টা করতো তাহলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এলাকায় কোনও রাজনৈতিক অশান্তি নেই। যেখানে বোমাগুলো উদ্ধার হয়েছে তার আশেপাশেই অনেক জনবসতি রয়েছে। গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে মাঠের মধ্যে যেভাবে বোমাগুলো পড়েছিল তাতে রোদের তাপে সেগুলি ফেটে যেতে পারতো। সে ক্ষেত্রে বড়সড় বিপদের আশঙ্কা ছিল।
নবগ্রাম থানার এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তে তাদের অনুমান রাতের অন্ধকারে কেউ বা কারা বোমাগুলোকে মাঠের মধ্যে ফেলে রেখে গিয়েছিল।