• নওয়া পাড়ায় গ্যাস ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, এলাকায় জোরদার নিরাপত্তা ...
    আজকাল | ১৬ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক :  নলহাটি লোহাপুর থেকে মুর্শিদাবাদ যাওয়ার পথে নওয়া পাড়া গ্রামে বড়সড় দুর্ঘটনা। শনিবার, ওই গ্রামে রাস্তার ওপর একটি গ্যাসের ট্যাঙ্কার উল্টে যায়। ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হতে শুরু করে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাঙ্কারটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই গ্যাস নির্গত হতে শুরু করায় বিপদ এড়াতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয় এবং আশপাশের বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

    নিরাপত্তার স্বার্থে ওই রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

    এলাকায় ইতিমধ্যেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে অনুমান, গাড়ির ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

     
  • Link to this news (আজকাল)