• তৃণমূল বিধায়ক সাবিত্রীর বাড়ির সামনে চলল গুলি
    দৈনিক স্টেটসম্যান | ১৬ মার্চ ২০২৫
  • ফের অশান্ত মালদহ। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরে চলল দুই রাউন্ড গুলি। এই ঘটনায় শুভ দাস নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উত্তম মণ্ডল ওরফে বল্লা নামে অপর এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। বেশ কয়েকমাস ধরে ক্রিকেট ম্যাচ নিয়ে বেটিং করছিলেন অভিযুক্তেরা। বেটিং নিয়ে ঝামেলার জেরেই গুলি চলে। গুলি লেগে জখম হয়েছেন স্থানীয় এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত সকলকে ধরা হবে।

    পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে গুলি চলেছে। গুলিটি করেছিলেন ২৯ বছরের উত্তম ওরফে বল্লা। ১৯ বছর বয়সি তনুজ রায় ছিল তাঁর লক্ষ্য। স্থানীয় সূত্রে খবর, লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বিপ্লব ঘোষ নামে এক ব্যক্তির হাতে। শনিবার রাতে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় তিনি দেখতে পান, একদল যুবক ঝামেলা করছে। বিপ্লব এখন মালদহের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘আমি কী হয়েছে জিজ্ঞাসা করতেই নেমে আসে বিপদ। পকেট থেকে বন্দুক বার করে উত্তম মণ্ডল নামে এক জন দুই রাউন্ড গুলি চালায়। আমার বাঁ হাতে গুলি লেগেছে।’

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশার আসর বসছে এলাকায়। গুলি চালনার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ঘটনার পর থেকেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ক্রিকেট ম্যাচে বাজি ধরা এবং টাকা ধার দেওয়া নিয়ে বিগত দু’মাস ধরে অভিযুক্ত উত্তম মণ্ডল, শুভ দাস এবং রোহিত মণ্ডল, তনুজ মণ্ডলের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছায়। তারপরই গুলি চালানোর ঘটনা ঘটে। মূল অভিযুক্ত উত্তম ওরফে বল্লার বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

    প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে মালদহের ইংরেজবাজার থানা এলাকার ধরমপুরের কাছে রাজ্য সড়কের উপর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র। উল্টো দিক থেকে আসা একটি গাড়ি সাবিত্রীর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ঘটনার কয়েক দিনের মাথায় সাবিত্রীর গাড়ির চালক অনুপ সাহার উপর হামলা চালানো হয়। মুখে কাপড় বাঁধা অবস্থায় কয়েক জন দুষ্কৃতী তাঁকে ছুরি দিয়ে কোপান।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)