• চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ১৬ মার্চ ২০২৫
  • চৈত্রের গরমে দিশেহারা অবস্থা রাজ্যবাসীর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে সুখবর। চলতি সপ্তাহেই বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গ। এই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

    অন্যদিকে আজ তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবারের আগে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম থাকবে। বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে ওড়িশা, বিদর্ভ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)