• হাবড়া স্টেশন লাগোয়া রেস্তরাঁয় আগুন, পুড়ে ছাই ঘর, তীব্র আতঙ্ক এলাকায়
    প্রতিদিন | ১৬ মার্চ ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: রবিবার ভরদুপুরে হাবড়ার একটি রেস্তরাঁয় ভয়াবহ আগুন। লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই ঘর। হাবড়া স্টেশন লাগোয়া হাইস্কুল এলাকায় আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ ওই রেস্তরাঁটিতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরটি। ভেতরে আসবাপত্র থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। কর্মীরা এসে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মীরা। ভয়াবহ আগুন লাগলেও হতাহতের কোনও খবর নেই। তবে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক। কী কারণে এই আগুন তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট আগুন লেগেছে।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, “হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কী করে লাগল জানা যায়নি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাছে হাত লাগায়। পরে দমকল আসে। দমকলের এক আধিকারিক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে।” এলাকাটি ঘনবসতিপূর্ণ, আগুন আরও বড় আকার নিলে বড়সড় বিপত্তি ঘটত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
  • Link to this news (প্রতিদিন)