• শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়রের গাড়িতে দুষ্কৃতী হামলা! নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    প্রতিদিন | ১৬ মার্চ ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: হামলার মুখে পড়লেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুই দুষ্কৃতী তাঁর গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মেয়রের  নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মেয়রের গাড়িতে হামলা চালানো হয়। জানা গিয়েছে, সেবক মোড়ের কাছে ঘটনাটি ঘটে। সেখান থেকে কোনও মতে গাড়ি নিয়ে বেরিয়ে আসেন তাঁরা। মেয়রের সঙ্গী সেই ঘটনার ভিডিও তুলে রাখেন। পুলিশে অভিযোগ জানানোর সময় সেই তথ্য প্রমাণ তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপরই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজনের বাড়ি বাঁকুড়া জেলায়। অন্যজন শিলিগুড়িই বাসিন্দা। তারা কী কারণে হামালা চালাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

    এই ঘটনায় মেয়র গৌতম দেব বলেন, “অনভিপ্রেত ঘটনা। রঞ্জন এক আত্মীয়ার বাড়ি থেকে ফিরছিলেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।” দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, “বিভিন্ন ছবি ও ভিডিও দেখে আমরা দু’জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)