• ভিতরে সারাইয়ের কাজ করছিলেন শ্রমিক, মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
  • ফের শহর কলকাতায় 'বাড়ি বিপর্যয়'! সারাইয়ের কাজ চলার সময়েই ভেঙে পড়ল বহু পুরোনো একটি বহুতলের একাংশ। রবিবার দুপুর ৩টে নাগাদ অনভিপ্রেত এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থল মুক্তারামবাবু স্ট্রিট।

    সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এখানকার ১১৯বি নম্বরের ছ'তলা বহুতলটিতে সংস্কারের কাজ চলছিল। সেই সময়েই ঘটে যায় বিপত্তি। হঠাৎ করেই বহুতলের সামনের দিকের একটি অংশ ভেঙে পড়ে রাস্তার উপর।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একে রবিবার, তার উপরের গরমের দুপুর। বহুতলের অংশ যখন ভেঙে পড়ে, তখন সেখানে খুব বেশি লোকজন ছিল না। ফলে বাইরের কেউ, কোনও পথচারী এই ঘটনায় আক্রান্ত বা জখম হননি। কিন্তু, একজন শ্রমিক চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

    সূত্রের দাবি, ওই শ্রমিক বাড়িটি সংস্কারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন বাড়ির ভিতর। ফলে বাড়ির সামনের অংশ ভেঙে পড়ায় তিনি ভিতরেই আটকে পড়েন। পরে অবশ্য তাঁকে উদ্ধার করা হয়। ওই শ্রমিকই কিছুটা আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে আনার পর হাসপাতালে ভর্তি করা হয়।

    এদিকে, বাড়িটির ভাঙা অংশের ইট, দেওয়ালের বিভিন্ন অংশ সামনের রাস্তায় স্তূপের আকারে জমা হয়ে রয়েছে। ফলে আমজনতার যাতায়াত করতে সমস্যা হচ্ছে। অন্যদিকে, বহুতলের একাংশ ভেঙে পড়ার খবর পেয়েই সেখানে পৌঁছে যান স্থানীয় জোড়াসাঁকো থানার পুলিশকর্মীরা। পৌঁছয় দমকলবাহিনী এবং কলকাতা পুরনিগম ও সিইএসসি-র প্রতিনিধিদল।

    শেষ পাওয়া খবর অনুসারে, ইতিমধ্যেই ওই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। আরও কেউ বাড়ির ভিতর আটকে পড়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ঠিক একইভাবে একটি পুরোনো বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনা ঘটে বড়বাজার এলাকায়। এছাড়াও, সম্প্রতি কলকাতা শহরজুড়ে একের পর এক হেলে পড়া বাড়ি নিয়েও লাগাতার খবর হয়েছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)