• ফুরফুরা শরিফের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন আইএসএফ বিধায়ক, একমঞ্চে মমতা-নৌশাদ!
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
  • ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরিফে যাচ্ছেন। সোমবার ফুরফুরা শরিফে যাওয়ার কথা আগেই ঘোষণা হয়েছে। এই সফরে যাওয়ার আগে উন্নয়ন নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্প্রতি একটি বৈঠক হয়। তারপর মুখ্যমন্ত্রী যাচ্ছেন ফুরফুরা শরিফ সফরে। রমজান মাস উপলক্ষ্যে ফুরফুরা শরিফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। যা রাজ্য–রাজনীতির ময়দানে তাৎপর্যপূর্ণ।

    যেখানে ভাঙড়ে দু’‌বেলা ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা বারবার অভিযোগ করে আসছেন নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন!‌ অবাক করার মতো ঘটনা। সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন নওশাদ। সে কথা তিনি নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন। চলতি সপ্তাহে নবান্নে গিয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তারপরই রাতারাতি অবস্থা পাল্টে গেল রাজনীতির। শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই সফরে গিয়ে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গেও মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।


    এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে ফুরফুরা শরিফকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেখানের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে বেরিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছিলেন, তাঁর বিধায়ক তহবিলের টাকা উন্নয়নের কাজে খরচ করতে পারছেন না। মুখ্যমন্ত্রীকে সে কথাই জানাতে গিয়েছিলেন। তবে সোমবার ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রীর ইফতারে আইএসএফ বিধায়কের ডাক পাওয়া সাধারণ চোখে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাহলে কি নওশাদ মুখ্যমন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগ দেবেন?‌

    এমন প্রশ্ন অনেকের মনে উঠলেও তার কোনও জবাব দু’‌পক্ষের থেকে মেলেনি। এই আমন্ত্রণ পেয়ে নওশাদ সিদ্দিকি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী নানা সময়ে নানা ধর্মীয় স্থানে গিয়ে থাকেন। ফুরফুরা শরিফ হচ্ছে একটা ঐতিহাসিক ধর্মীয় স্থান। এখানে শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তা নয়। এখানে মুখ্যমন্ত্রী আগেও এসেছেন, ১৭ তারিখ আবার আসছেন। আমাকে জেলাশাসকের দফতর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।’‌ তিনি সরাসরি যাচ্ছে না এমন কথা বলেননি। বরং যাচ্ছেন সেটাই সূত্রের খবর। তাহলে কি একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়–নওশাদ সিদ্দিকি?‌ উঠছে প্রশ্ন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)