পুরনো ছবি পোস্ট করলেন কুণাল, সারদা ছাড়া আর কী লিখল নেটপাড়া! অবাক হয়ে যাবেন
হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ। ওপরে ক্যাপশান লিখেছেন, ২০১১, রবীন্দ্রসদন। সেই ছবিতে দেখা যাচ্ছে কুণাল ঘোষের পাশে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
সেই ছবি পোস্ট করতেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে নেটপাড়া। নানা মন্তব্য ভেসে আসছে সেই ছবি পোস্ট হতেই। এক নেট নাগরিক আচমকা প্রশ্ন করেছেন, সারদার বড় বেনিফিসিয়ারি টা কে? তবে শুধু একটি মাত্র প্রশ্ন নয়, নানা জনে নানা মন্তব্য করছেন তাঁর এই পোস্টকে ঘিরে।
তবে কেউ কেউ আবার লিখেছেন, জননেতা কুণাল ঘোষ জিন্দাবাদ। একজন লিখেছেন ,পুরনো সেই দিনের কথা। আবার এক নেটিজেনের একান্ত অনুরোধ, বস কালিম্পংয়ে একটা দিন না।
তবে এমন কিছু মন্তব্য করা হচ্ছে যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে নেটপাড়ায়। এদিকে শনিবারই ভার্চুয়াল মিটিংয়ে একের পর এক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই মিটিংয়ের ছবিও পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। এবার তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি পোস্ট করেছেন। তবে সেই ছবি দেখে তারিফ করার তুলনায় কার্যত কটাক্ষ করতেই ব্যস্ত নেটপাড়া।
নানা জনে নানা মন্তব্য করছেন। কার্যত কুণাল ঘোষের পুরনো একটা মন্তব্য টেনে এনে, তাঁর জেলজীবনের প্রসঙ্গ তুলে খোঁচা দিচ্ছেন অনেকে।
তবে এবারই প্রথম নয়, সোশ্য়াল মিডিয়ায় নানা পোস্টে যে সমস্ত কমেন্ট আসে তাঁর পাতায় তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি কুণাল ঘোষ অপর একটা ছবি পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছিল চারপাশে মাছের জার। একটা করে জার। আর তার মধ্যে একটা জারের জায়গা ফাঁকা রয়েছে। সেই জারের জায়গায় কুণাল ঘোষের মুখ। সেই ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। সেই ছবির উপরে তিনি ক্য়াপশান লিখেছিলেন, স্থান গ্যালিফ স্ট্রিট পোষ্যের হাট। ছবি অভিজিত দাস। আর তার নীচেই দেওয়া রয়েছে সেই ছবি।
তবে ছবি দেখে তুমুল হাসি নেটপাড়ায়। কেন আচমকা তিনি এমন ছবি দিয়েছিলেন তা অবশ্য় জানা যায়নি। কুণাল ঘোষ নিজেও এনিয়ে কোনও ব্যাখা দেননি। তবে অনেকের মতে, নিছক মজা করার জন্য নাকি এই ছবির মধ্য়ে রয়েছে অন্য কোনও অর্থ?
চারপাশে জারবন্দি মাছ। তার মাঝেই একটা জায়গা ফাঁকা। আর সেই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষের মুখ। ছবিটা এমনই ছিল।
তবে এই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই নেটপাড়ায় একেবারে তুমুল মস্করা করেছিলেন অনেকে। একজন লিখেছিলেন, আপনার জন্য একেবারে সঠিক জায়গা। অপর একজন লিখেছেন, এই ছবিটার জন্য আপনাকে ….উপাধি দেওয়া উচিত। অপর একজনের প্রশ্ন ফটো নেওয়ার জন্য় কি একটা জার সরানো হয়েছিল?
অপর একজন লিখেছিলেন পোষ্যের হাটে পোষ্য।
এবার নেত্রীর সঙ্গে পুরনো একটা ছবি পোস্ট করতেও নানা মন্তব্য করছেন নানা জনে।