• 'আপনি মোটা, ডাবল ভাড়া দিতে হবে,' মহিলাকে আজব দাবি টোটো চালকের, প্রতিবাদ করতেই…
    হিন্দুস্তান টাইমস | ১৬ মার্চ ২০২৫
  • টোটো চাপার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। টোটো আসে। তিনি চাপতে যান। সেই সময় টোটো চালক দাবি করেন আপনি মোটা, সেকারণে আপনাকে দ্বিগুণ ভাড়া দিতে হবে। 

    কিছুটা অবাক করে দেওয়ার মতোই দাবি করেন ওই টোটো চালক। তাছাড়া যাত্রী স্থূলকায় হলে তাঁকে বেশি ভাড়া দিতে হবে এমন কোথাও বলা নেই। কিন্তু তখনকার মতো ওই মহিলা কিছু বলেননি। কিছুক্ষণ বাদে অপর এক যাত্রীকে টোটোতে তোলেন ওই চালক। তিনিও বসেন। কিন্তু এবার যখন অপর যাত্রী উঠে বসতে পারলেন তখন তো ভাড়া কমানো দরকার। কিন্তু তারপরেও ভাড়া কমাতে চাননি ওই টোটো চালক। এরপরই এনিয়ে প্রতিবাদ করেন ওই মহিলা। এরপরই শুরু হয়ে যায় বচসা। স্থানীয় কয়েকজন বাসিন্দাও এনিয়ে তীব্র প্রতিবাদ করেন। হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনা। খবর টিভি ৯এর প্রতিবেদন অনুসারে। 

    ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই মহিলা জানিয়েছেন, আমি গাড়িতে উঠতেই বলল আপনাকে ডবল ভাড়া দিতে হবে। কারণ আমি মোটা। আমি বললাম আমি তো অসুস্থ। ঠিক আছে তুমি দ্বিগুণ ভাড়াই নেবে। এরপর মাঝখান থেকে একজন উঠল। আমার পাশেই বসল। তারপরেও ড্রাইভার বলল উনি উঠলেও আপনাকে ডবল ভাড়াই দিতে হবে। আমি বলি এটা কী কথা! তুমি আমার ডবল ভাড়া নেবে। ওনারও নেবে। এটা তো ঠিক নয়। এটা বলতেই তর্ক শুরু করে দেয়। 

    ডোমজুড় মুন্সিরহাট রোডের একটা টোটোতে উঠেছিলেন তিনি। ডোমজুড় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এদিকে একটা টোটো আসলে তিনি উঠতে যান। সেই সময় টোটো চালক বলেন আপনাকে দ্বিগুণ ভাড়া দিতে হবে। সেই মতো রাজি হয়ে যান মহিলা। কিন্তু রাস্তাতেই অপর একজন যাত্রীকে তোলেন ওই টোটো চালক। এরপর ওই যাত্রী মহিলার পাশের সিটেই বসেন। অর্থাৎ একই সিটে তাঁরও জায়গা হয়। সেক্ষেত্রে মহিলা তখন দাবি করেন আমি কেন ডাবল ভাড়া দেব? তারপরেও টোটো চালক দাবি করেন তাকে ডাবল ভাড়াই দিতে হবে। তার তীব্র প্রতিবাদ করেন ওই মহিলা। তারপরই শুরু হয়ে যায় বচসা। তীব্র বিবাদ শুরু হয়ে যায় রাস্তায়। তবে টোটো চালক ডাবল ভাড়া চাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু মহিলার যুক্তি, কেন আমি দ্বিগুণ ভাড়া দেব? 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)