কলকাতায় আবার ভেঙে পড়ল বাড়ির অংশ। এ বার মুক্তারামবাবু স্ট্রিটে। সেখানে ১১৯এ নম্বর বাড়ির সামনের অংশটি ভেঙে পড়েছে রাস্তার উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরনো এই ছ’তলা বাড়িটির সংস্কারের কাজ চলছিল। সে সময় ভেঙে পড়েছে সেটির একাংশ। আহত হয়েছেন এক শ্রমিক। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাস্তার উপর বাড়ির একাংশ ভেঙে পড়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। দমকলকর্মীরা ভগ্নস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ৩টে নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার মুক্তারামবাবু স্ট্রিটের বাড়িটির একাংশ ভেঙে পড়ে। রবিবার দুপুরে ওই রাস্তায় লোকজন তেমন ছিল না। তাই প্রাণহানি ঘটেনি। এক শ্রমিক আটকে পড়েছিলেন বলে জানা গিয়েছে। তিনি সংস্কারের কাজ করছিলেন। তাঁকে উদ্ধার করা হয়েছে। ওই শ্রমিক চোট পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ, পৌঁছেছেন পুরসভা, সিইএসসির কর্মীরাও। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখা হয়। তার পরেই বাড়ির ভেঙে পড়া অংশ রাস্তা থেকে সরানোর কাজ শুরু হয়।
গত ফেব্রুয়ারি মাসে বড়বাজারে পুরনো একটি বাড়ির অংশ ভেঙে পড়েছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি। স্থানীয় কাউন্সিলর মহেশ শর্মা ক্ষোভপ্রকাশ করে জানিয়েছিলেন, তাঁর ওয়ার্ডে এ ধরনের বহু জীর্ণ বাড়ি রয়েছে। ওই বাড়ির মালিকেরা কোনও সহযোগিতা করেন না। তার আগে চলতি বছরেই বাঘাযতীনে একটি ফ্ল্যাটবাড়ি হেলে পড়ে। এর পরে শহরের বেশ কিছু জায়গায় হেলে পড়া বাড়ির সন্ধান মেলে। ট্যাংরা, তপসিয়া, ভবানীপুর, বোসপুকুর, মানিকতলা-কাঁকুড়গাছি এলাকায় এ ধরনের বেশ কিছু বাড়ির সন্ধান মেলে। স্থানীয়েরা আঙুল তোলেন পুরসভার দিকে। এ বার মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ।