• ভিন্ন ধর্মের ছেলেকে বাড়ির অমতে বিয়ে, জীবীত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা! চোপড়ায় বেনজির কাণ্ড...
    আজকাল | ১৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। মেয়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে দেওয়া হয়েছে। 

    পরিবারের সদস্যরা মনে করছেন, বাড়ির অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় মেয়ের মৃত্যু হয়েছে। পাশাপাশি গোটা পরিবারের সম্মান ও সামাজিক মর্যাদাহানি হয়েছে। সেই কারণেই জীবীত মেয়ের শ্রাদ্ধের আয়োজন। রীতিমত পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে, যজ্ঞ করে মৃত ব্যক্তির মতোই শ্রাদ্ধের কাজকর্ম হল জীবীত মেয়ের। 

    এমনি এমনি শুধু শ্রাদ্ধের অনুষ্ঠান নয়, প্রচোলিত রীতি মেনে আত্মীয়স্বজন, গ্রামবাসীদের জন্য ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দাদের কথায়, এই কাজ একটা দৃষ্টান্ত। আগামী দিনে গ্রামে এ ধরনের ঘটনা ফের ঘটলে পরিণতি কি হতে পারে তা সকলেই দেখে রাখলো। 

    জানা গিয়েছে, গত ৯ মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়েও করেন তরণী। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করা হয়। পরে আদালতের নির্দেশে সাবালক মেয়ের জবানবন্দি নিয়ে আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হয়।

     
  • Link to this news (আজকাল)