আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির কোষাধক্ষ্য লক্ষণ ঘোষকে আর্থিক প্রতারণার পুরনো একটি অভিযোগে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। বিজেপি নেতা গ্রেপ্তার হওয়ার খবর চাউর হতেই এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘বিজেপির বনগাঁ জেলার কোষাধ্যক্ষ লক্ষণ ঘোষ গ্রেপ্তার হয়েছেন। তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত’।
এমনকি এই নেতাকে দিয়েই তোলাবাজি চলতো বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। বিজেপি নেতার গ্রেপ্তারে পুলিশের ভূমিকা নিয়ে এস পি সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। অন্যদিকে, এই অভিযোগ নিয়ে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন, লক্ষণ ঘোষ বিজেপির অফিস সেক্রেটারি। ব্যক্তিগতভাবে কোনও কেসে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে দলের কোনও যোগ নেই। লক্ষণ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জেলা বিজেপি সভাপতি জানান, ‘কোষাধ্যক্ষ যেহেতু নিজেও বিজেপি করেন সেই কারণে আমার সঙ্গে ছবি থাকতেই পারে’। ঘটনা যেহেতু এখনও তদন্তসাপেক্ষ সে কারণে মুখ খুলতে চাননি তিনি।