• শেষরক্ষা হল না, কলকাতায় ডাকাতি করতে যাওয়ার আগেই বারুইপুরে গ্রেপ্তার সাত ডাকাত...
    আজকাল | ১৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টার্গেট ছিল কলকাতা। কিন্তু শেষ রক্ষা হল না। তিলোত্তমার উদ্দেশে রওনা দিয়ে ছিল সাত জন। বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়েও প্রস্তুতি সাড়া ছিল। প্রত্যেকেই তৈরি ছিল গাড়িতে ওঠার জন্য। কিন্তু তার আগেই যত কাণ্ড! বাধা হয়ে দাঁড়াল পুলিশ। 

    বারুইপুর থানার পুলিশের কাছে আগেই খবর ছিল যে, কলকাতায় ডাকাতি করতে যাচ্ছে বেশ কয়েকজন। ফলে নজরদারিও ছিল কড়া। ফলে ওই সাতজনকে কলকাতা যাওয়ার পথেই গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে,বারুইপুরের টংতলা এলাকা থেকে গ্রেফতার হয়েছে ওই সাতজনের ডাকাত দল'টিকে। ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, তালা ভাঙার যন্ত্র, লোহার গ্রিল কাটার যন্ত্র ও ধারালো অস্ত্রশস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকা গাড়ি। আর সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে অতিরিক্ত নম্বর প্লেট।

    ডাকাতির পর গাড়ির নম্বর প্লেট বদলে পালিয়ে আসার ছক ছিল ধৃতদের। ডাকাত দলের সাত জনকে রবিবারই বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে চার জনের বাড়ি বকুলতলা থানায় এলাকায়। দু'জনের বাড়ি কুলপী থানা এলাকায়। বাকি এক জনের বাড়ি কুলতলি থানায় এলাকায়। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায়।
  • Link to this news (আজকাল)