সকালে লু, বিকেলে ‘বরফের সাদা চাদর’ বাঁকুড়ায়, পুরুলিয়ায় ছিটেফোঁটা বৃষ্টি
প্রতিদিন | ১৭ মার্চ ২০২৫
সংবাদ প্রতিদিন ব্য়ুরো: খামখেয়ালি আবহাওয়া! চৈত্রের শুরুতেই চাঁদিফাটা গরমে জ্বলছে রাঢ়বঙ্গ। কিন্তু বিকেল হতেই হাওয়া বদল! ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজল পুরুলিয়া। আবার বাঁকুড়ায় নামল শিলাবৃষ্টি। সাদা চাদরে মুড়ল বিষ্ণুপুর, কোতুলপুরের বিভিন্ন এলাকা। স্থানীয়রা বলছেন, কোতুলপুর যেন এক টুকরো গ্যাংটক!
আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা জারি করেছিল। পূর্বাভাস সত্যি করেই দোলের দিন থেকেই পুরুলিয়া, বাঁকুড়া-সহ চার জেলায় শুরু হয়েছিল তাপপ্রবাহ। রবিবারও অবস্থার পরিবর্তন হয়নি। বরং সকাল থেকেই ছিল অসহ্য গরম। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০.১ ডিগ্রিতে। বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। বইছিল লু। বিকেল হতেই আকাশের মুখ ভার।
সময় আরেকটু গড়াতেই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয় পুরুলিয়া শহরে। গ্রামীণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভালোই বৃষ্টি হয়। তবে গরম কমেনি একফোঁটাও। উলটে ভ্যাপসা গরম বেড়েছে। তবে বাঁকুড়ার ছবিটা অন্যরকম। বিষ্ণুপুর, কোতুলপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। কিছুক্ষণর মধ্যে শিলার সাদা চাদরে ঢেকে যায় এলাকা। কোনওরকম পূর্বাভাস ছাড়াই বদলে যায় আবহাওয়া। তবে তা সাময়িক। সন্ধ্যা গড়াতেই আবার গরম লাগতে শুরু করে।
হাওয়া অফিস বলছে, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’দিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।