• মেরামতি চলাকালীন হুড়মুড়ি ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি, আতঙ্ক জোড়াসাঁকো এলাকায়
    প্রতিদিন | ১৭ মার্চ ২০২৫
  • নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের ভাঙল বাড়ি। রবিবার দুপুরে জোড়াসাঁকো থানা এলাকার মুক্তরামবাবু স্ট্রিটে পুরনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই। বাড়িটি সংস্কারের কাজ চলছিল। ফলে ধ্বংসস্তূপে এক শ্রমিক আটকে পড়েন। পরে অবশ্য তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সংকীর্ণ গলির মধ্যে থাকা বহু পুরনো চারতলা বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল। ফলে বাড়ি ফাঁকাই ছিল। এদিন কাজ চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে। ভাঙা অংশে আটকে পড়েন কর্মী। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর আঘাত গুরুতর নয় বলেই খবর। এদিকে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জোড়াসাঁকো থানার পুলিশ। চারিদিক ঘিরে ফেলা হয়। এসেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং সিইএসসি অফিসের কর্মীরাও।

    বাড়ির ভিতরে এখনও তল্লাশি চলছে। টর্চের আলো দিয়ে দেখা হচ্ছে, ভিতরে আর কেউ আটকে আছেন কি না। যদিও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, বাড়ির ভিতরে আর কেউ আটকে নেই। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)