• দুর্ঘটনাগ্রস্তদের জন্য ‘হিট অ্যান্ড রান’ কমিটি নবান্নের
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৫
  • পথদুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের উপকারে রাজ্য থেকে জেলা স্তরে নতুন কমিটির ভাবনা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। পথ দুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ‘হিট অ্যান্ড রান’ নামে একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বঙ্গের তৃণমূল সরকারের ভাবনা নতুন অর্থবর্ষেই এই কমিটি গঠন করা হবে।

    নবান্ন সূত্রে খবর, রাজ্যভিত্তিক যেমন একটি কমিটি গঠন করা হবে, তেমনই থাকবে জেলাভিত্তিক কমিটিও। পূর্ত, স্বাস্থ্য, ট্র্যাফিক, পুলিশ বিভাগের আধিকারিক এবং বিমা সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। রাজনীতির কোনো ছোঁয়া যাতে না লাগে সে কারণে কোনও ক্ষেত্রেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে এই কমিটিতে রাখা হবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে রাজ্য বা জেলার কমিটিকে মানতে হবে পরিবহন দফতরের নির্দেশকে।

    কলকাতা শহরের ক্ষেত্রে থাকবেন কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র প্রতিনিধিও। সব দপ্তর এবং বিভাগ থেকে এক জন করে প্রতিনিধি নেওয়া হবে। জেলার ক্ষেত্রে সে ভাবেই সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে মাথায় রেখে কমিটি গঠন করা হবে।

    জানা গিয়েছে কমিটির কাজকর্মে নিয়মিত নজরদারি রাখতে প্রতি মাসে নিয়ম করে এই কমিটিগুলি বৈঠকে বসবে। পথদুর্ঘটনায় আহত কিংবা নিহতদের পরিবারকে যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই বিষয়ে উদ্যোগী হবে এই কমিটি। শুধু ক্ষতিপূরণের বিষয় নয়, কোনও দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করে দেখবে এই কমিটি। দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটেছিল, দুর্ঘটনার জন্য কে দায়ী— পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই বিষয় তদন্ত করে দেখবে এই কমিটি। পূর্ণাঙ্গ কারণ খতিয়ে দেখার পরেই ক্ষতিপূরণের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে ‘হিট অ্যান্ড রান’ কমিটি।

    পরিবহন দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘অনেক ক্ষেত্রে দেখা যায় গুরুতর আহত কিংবা নিহতের পরিবারের ক্ষতিপূরণ পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এ ক্ষেত্রে এত দিন বিভিন্ন দপ্তরের তথা বিভাগের মধ্যে সমন্বয়ক কোনও কমিটি ছিল না। প্রত্যেক বিভাগ থেকে ফাইল অনুমোদনের পর পাঠানো হত অন্য একটি বিভাগে। তাই ক্ষতিপূরণ পেতে অনেকটাই দেরি হয়ে যেত। কিন্তু নতুন এই কমিটি গঠনের ফলে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে গিয়ে অনুমোদন পাওয়ার বিষয়টি এই কমিটির সুপারিশের মাধ্যমে সম্ভব হবে। সেই ভাবনা থেকেই নতুন এই কমিটি গঠন করা হবে।’

    উল্লেখ্য, বর্তমানে আহতদের ৫০ হাজার এবং নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে। তবে গুরুতর আহতদের ক্ষেত্রে ক্ষতিপূরণের এই পরিমাণ বাড়ানো যায় কি না, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘হিট অ্যান্ড রান’ কমিটিও ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে নিজেদের স্বাধীন মতামত দিতে পারবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)