জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: দিনভর চাপানউতোর। দাবি, পাল্টা দাবি। 'চিন্তার কোনও বিষয় নেই', নিজের স্বাস্থ্য নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসগ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় স্বয়ং।
ফেসবুক পোস্টে উত্তর কলকাতার সাংসদ জানিয়েছেন, 'উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা লোকসভার দলনেতা শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন ও বাড়িতে আছেন চিন্তার কোনো বিষয় নেই এবং মমতা ব্যানার্জি , অভিষেক ব্যানার্জি ও দলের নির্দেশ অনুসারে দলের কাজে ব্যস্ত আছেন'।
ঘটনার সূত্রপাত আজ, রবিবার সকালে। ফেসবুকে পোস্টে সুদীপের 'দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য়' কামনা করেন কুণাল। লেখেন, 'সাংসদ, তৃণমূলের লোকসভার দলনেতা, উত্তর কলকাতার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি। পুরো সুস্থ হয়ে যান সুদীপদা। তাঁর অসুস্থতার সময় পাশে আছি আমরা সবাই'।
এদিকে ততক্ষণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ফের ফেসবুকে পোস্ট দেন কুণাল। এবার লেখেন, 'আমি সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে লিখেছিলাম ওঁর পাশে আছি। পুরো সুস্থ হয়ে উঠুন। তারপর দুচারটে ছাগল বলতে ব্যস্ত উনি সুস্থ, বাড়িতে, খোশমেজাজে। আরে, অসুস্থ হলে কি হাসপাতালেই থাকতে হবে? বা বাড়িতে চোখ উল্টে শুয়ে থাকতে হয়??? আজব তো। সুদীপদা অসুস্থ। চিকিৎসা চলছে। যথেষ্ট চাপের। বিস্তারিত লেখাবেন না'।
এদিকে সাংসদ পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, 'আরে ঠিকই আছে। খারাপ হলে খারাপ। আমি বলছি তো কুণালদার কাছে ভুল তথ্য আছে'। সাংবাদিক সম্মেলনে কুণাল আবার বলেন, 'তথ্যটা আমার কাছে সঠিক আছে। ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, মানে সুদীপ বন্দ্য়োপাধ্যায় অসুস্থ। আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, মানে সুদীপ বন্দ্য়োপাধ্যায় অসুস্থ। অসুস্থ হওয়া কোনও দোষের নয়। অনুগামী নেতাকে সুস্থ দেখাতে দিয়ে অসুস্থ রোগটাকে নিয়ে রাস্তা ঘুরিয়ে মারে। এটার কোনও দরকার নেই। এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা গিয়েছিলেন'। অবশেষে যাবতীয় জল্পনা ইতি টানলেন সুদীপই।