খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। শিয়ালদহ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে পাকড়াও করেছে কলকাতা পুলিশের এসটিএফ। সোমবার সকালে শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই ধরা হয় হাসান শেখ নামে ওই যুবককে। জানা গিয়েছে, হাসান মালদার বাসিন্দা।
বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে মানসিং হয়ে কলকাতায় আসেন হাসান। ট্রেনেই বিপুল অস্ত্র নিয়ে কলকাতায় ঢোকেন সোমবার সকালে। ব্যাগে জামাকাপড়ের ভিতরে লুকানো ছিল প্রচুর আগ্নেয়াস্ত্র। অস্ত্রগুলি বিহারের খাগারিয়া জেলায় তৈরি করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। সেখান থেকে সড়ক পথে মানসিং জেলায় নিয়ে যাওয়া হয়।
সেখান থেকেই ট্রেনে তোলা হয় অস্ত্র। গোটা কাজের দায়িত্বে ছিলেন হাসান শেখ। এ দিকে গোটা ঘটনার আগাম খবর ছিল এসটিএফের কাছে। ট্রেনে নজর রাখা হচ্ছিল। ভোরে শিয়ালদহ স্টেশন হাটেবাজারে এক্সপ্রেস ঢুকতেই অভিযান শুরু হয়। অস্ত্র-সহ ধরা পড়েন হাসান শেখ।
এর আগে শিয়ালদহ চত্বরে সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে ফের শহরে অস্ত্রোপাচারের ঘটনা। এসটিএফ-এর গোয়েন্দারা খতিয়ে দেখছে ঘটনা। এই বিপুল অস্ত্র কোথায় পাচারের চেষ্টা করা হচ্ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।