• Breaking News Live: অমৃতসরের মন্দিরে হামলায় অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু
    এই সময় | ১৭ মার্চ ২০২৫
  • অমৃতসর মন্দিরের হামলায় অভিযুক্ত ব্যক্তির পুলিশ এনকাউন্টারে মৃত্যু

    মধ্য প্রাচ্যের পরিস্থিতি নতুন করে অস্থির হতেই দাম বাড়ল অশোধিত তেলের। ব্যারেল পিছু ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ১ শতাংশ। বিস্তারিত পড়ুন

    সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে ঊর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি৫০-র গ্রাফ। সকাল সাড়ে ৯টায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৪৩২ পয়েন্ট বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ১২৫ পয়েন্ট বেড়েছে। মার্কেটের পজ়িটিভ স্টার্টে সেনসেক্স ৭৪ হাজারের এবং নিফটি৫০ সাড়ে ২২ হাজারের গণ্ডি পার করেছে।

    সেনা ও জঙ্গিদের মধ্যে ফের গুলির লড়াই কাশ্মীরে। সোমবার কুপওয়ারা জেলায় এই এনকাউন্টার চলছে বলে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে জ়াচালদরা এলাকার ক্রুমহুরা গ্রামে।

    দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজি দোভালের সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসী গাবার্ড। সূত্রের খবর, বৈঠকে দুই দেশের কৌশলগত বোঝাপড়াকে আরও নিবিড় করতে গোয়েন্দা তথ্য আদানপ্রদানের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

    সোমবার সকালে হাওড়ার বাগনানের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ২। জেলা পুলিশ সূত্রে খবর, মৃতদের একজন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও একজন সেবক। বিস্তারিত পড়ুন

    নাসা জানিয়েছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার ভারতীয় সময় মধ্য রাত ৩টে ২৭ মিনিটে ফ্লরিডায় নামবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। বিস্তারিত পড়ুন

    রবিবার সন্ধ্যায় শহর কলকাতায় হালকা বৃষ্টিপাত হলেও কোনও মতেই কমেনি হাঁসফাঁস গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম থাকবে। তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    আজ সন্ধ্যায় ফুরফুরা শরিফে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফুরফুরা শরিফের একটি ইফতার পার্টিতে যোগ দিতে পারেন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও।

    দেড় মাস পরে আরজি কর মামলাটি শুনানির জন্য উঠছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ ওই মামলাটি শুনবে।

  • Link to this news (এই সময়)