রবিবারই মরশুমের প্রথম ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাংলা। পুরুলিয়ার হাত ধরে রেকর্ড শুরু হয়েছে। সোমবারও একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা হাওয়া অফিসের। রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। একটুর জন্য রেকর্ড অধরা থেকেছে পানাগড়, আসানসোল, সিউড়ির। কেউ থেমেছে ৩৯.৪ ডিগ্রিতে, কেউ ৩৯.২ ডিগ্রিতে। সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমাঞ্চলের ছয় জেলায়। বিকাল বা সন্ধ্যায় কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
সোমবার তাপপ্রবাহ হতে পারে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার কথা। গরমের সঙ্গে অস্বস্তি বহাল থাকলে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ায়।
কলকাতায় এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। বিকালের দিকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাতে খুব একটা স্বস্তির আশা নেই।
তবে, বুধবার থেকে আবহাওয়া কিছুটা ঘুরতে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। একই সঙ্গে মরশুমের প্রথম কালবৈশাখীও হতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের দু’-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।