ছ'টি প্যাকেটে তিন কোটি টাকার হেরোইন! গ্রেপ্তার যুবক, মুর্শিদাবাদে চাঞ্চল্য...
আজকাল | ১৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন কোটি টাকা মূল্যের হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে তালাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।
জানা গিয়েছে ধৃত যুবকের নাম কুরবান শেখ (২৩ )। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত খড়কাঠি এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ধৃত যুবকের থেকে উন্নতমানের প্রায় তিন কেজি হেরোইন উদ্ধার হয়েছে। কোথা থেকে ওই যুবক এত পরিমাণ হেরোইন পেয়েছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।'
সোমবার ধৃতকে এনডিপিএস আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, ধৃত কুরবান শেখ পেশায় একজন ই-রিক্সা চালক। রবিবার রঘুনাথগঞ্জ থানার আধিকারিকরা গোপন সূত্রে খবর পান, ওই যুবক কোনও একটি জায়গা থেকে বিপুল পরিমাণ হেরোইন নিয়ে তালাই বাসস্ট্যান্ডে আসছে। তারপর সেখান থেকে বাস বদল করে অন্যত্র যাওয়ার পরিকল্পনা ছিল তার। তার আগেই তাকে আটক করে পুলিশ।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের কোনও এলাকায় একসঙ্গে এত পরিমাণ হেরোইন উদ্ধার হয়নি ।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া হেরোইন লালগোলা থানা এলাকার একটি মাদক কারখানায় তৈরি হয়েছিল।