• ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি! আপাতত শুষ্ক আবহাওয়া, ঊর্ধ্বমুখী তাপমাত্রা...
    ২৪ ঘন্টা | ১৭ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের ছয় জেলায়। আপাতত শুষ্ক আবহাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। 

    দক্ষিণবঙ্গে

    আজ তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। বিকেলের দিকে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

    কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও  তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়াতে।

    বুধবার আবহাওয়ার পরিবর্তন। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

    উত্তরবঙ্গ 


    উত্তরবঙ্গে আজ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকার কিছু অংশে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। সোমবার থেকে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দার্জিলিঙে কুড়ি ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা। ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে মালদা জেলার তাপমাত্রা।

    কলকাতা 


    হালকা বৃষ্টির কারণে সকালে কিছুক্ষণ মনোরম আবহাওয়া। বেলা বাড়লে পরিষ্কার আকাশ প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। রাতেও অস্বস্তিকর আবহাওয়া। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতের সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা।

    কলকাতার তাপমান


    আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। 

    ভিনরাজ্যে


    ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে।বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। চরম তাপপ্রবাহের পরিস্থিতি ওড়িশা এলাকায়। তাপপ্রবাহের পরিস্থিতি বাংলা বিদর্ভ ঝাড়খন্ড এবং তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশে।

  • Link to this news (২৪ ঘন্টা)