হিউম্যানিটিজ় ও সোশ্যাল সায়েন্সে সর্বোচ্চ সম্মান নরওয়ের হলবার্গ পুরস্কার পেতে চলেছেন অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আর্টস ও হিউম্যানিটিজ়ের নোবেল বলে পরিচিত এই পুরস্কার। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের এই সম্মানে গর্বিত ও উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে অধ্যাপিকাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আন্তর্জাতিক স্তরে এই সর্বোচ্চ সম্মান পাওয়ার জন্য আমি অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে শুভেচ্ছা জানাই। তিনি চলতি বছরের নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই পুরস্কার আর্টস ও হিউম্যানিটিজ়ের সর্বোচ্চ সম্মান নোবেল বলে পরিচিত। তাঁর এই সম্মান আমাদেরও গর্বিত করেছে।’
তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসেবে নরওয়ের হলবার্গ পুরস্কার অর্থাৎ আর্টস ও হিউম্যানিটিজ়ের নোবেল পাচ্ছেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তিনি বর্তমানে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এর আগেও অসংখ্য স্বীকৃতি ও সম্মান পেয়েছেন তিনি। নিম্নবর্গ ও প্রান্তিক মানুষ, বিশেষত প্রান্তিক মহিলাদের জন্যেও তাঁর কাজ বিশেষ ভাবে প্রশংসিত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তত্ত্ব ও দর্শনে অনবদ্য অবদানের জন্য সুপরিচিত অধ্যাপিকা গায়ত্রী। বাংলার প্রত্যন্ত গ্রামে গরিব মানুষদের নিয়ে তাঁর ভলান্টিয়ারি সার্ভিস আমাকে মুগ্ধ করেছে। এছাড়া অধ্যাপিকা গায়ত্রীর ধ্রুপদী বাংলা সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করার প্রচেষ্টা আমাকে অনুপ্রেরণা দেয়। এই গ্রেট স্কলারকে আরও একবার শুভেচ্ছা জানাই।’
আগামী ৫ জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের হাতে সে দেশের যুবরাজ হাকোন এই পুরস্কার তুলে দেবেন। ভারতীয় মুদ্রায় পুরস্কারের অর্থমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।