লোকাল ট্রেনের নতুন বগি পছন্দ নয়, পুরোনো বগি ফেরানোর দাবিতে রেল অবরোধ ঘুটিয়ারি শরিফে। সোমবার শিয়ালদহ দক্ষিণ শাখায় ঘুটিয়ারি শরিফ স্টেশনে এই অবরোধের জেরে তুমুল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার সকাল ৯টায় ক্যানিং থেকে শিয়ালদহগামী লোকালের যাত্রীরা রেল অবরোধ শুরু করেন। ঘণ্টাখানেক অবরোধ থাকার পর তা উঠে যায়। তবে ব্যস্ত সময়ে এক ঘণ্টা অবরোধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।
ওই যাত্রীদের অভিযোগ, নতুন রেলের যে বগি এসেছে, তাতে মহিলা যাত্রীদের জন্য আলাদা করে যে কামরা রাখা থাকে, সেখানেই জেনারেটর রাখার জায়গা বরাদ্দ হয়েছে। ফলে মহিলা বগিতে জায়গা কমে গিয়েছে। চারটে দরজার বদলে তিনটে দরজা হয়েছে। তাই পুরোনো বগি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন তাঁরা।
ইতিমধ্যেই শিয়ালদহ দক্ষিণ শাখা-সহ বিভিন্ন জায়গায় রেলের নতুন কামরা এসেছে। যে কামরাগুলি ‘বম্বে কামরা’ নামে খ্যাত। পুরোনো কোচগুলিতে মহিলা কামরায় চারটে দরজা থাকে। জেনারেটর রুম থাকে পাঁচ নম্বর কম্পার্টমেন্টে। নতুন কোচে তা মহিলা কম্পার্টমেন্টেই থাকছে। রেলের তরফ থেকে যাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি বোঝানো হয়। তার পর অবরোধ উঠে যায়।