• দু’সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য, ছাত্র নির্বাচন নিয়ে কী বললেন তিনি?
    এই সময় | ১৭ মার্চ ২০২৫
  • রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার ঘটনার প্রায় ২ সপ্তাহ পর ক্যাম্পাসে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। সোমবার সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ে এসে সহ-উপাচার্জ, রেজিস্ট্রার-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক, ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট, এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিজের মত জানিয়েছেন।

    ১ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সম্মেলন উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। সেখানে ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর গাড়ির ধাক্কায় বিক্ষোভরত পড়ুয়াদের কয়েক জন আহত হন বলে অভিযোগ। সে দিন রাতেই আহত ছাত্রদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য। সে সময় ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থ হওয়ার পর এই প্রথম বিশ্ববিদ্যালয়ে এলেন উপাচার্য। নিজের স্বাস্থ্যের অবস্থার ব্যাপারে তিনি বলেছেন, ‘আপাতত ঠিক আছি। তবে চিকিৎসক উত্তেজিত হয়ে কোনও কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন।’

    কর্মসমিতির বৈঠকের প্রসঙ্গে উপাচার্য বলেছেন, ‘অস্থায়ী উপাচার্যকে কর্মসমিতির বৈঠক ডাকতে গেলে সরকারের অনুমতি নিতে হয়। সরকারের কাছে আমরা এ নিয়ে আবেদন করব। অনুমতি এলে বৈঠকের দিন ঠিক করা হবে।’ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কর্মসমিতির বৈঠক প্রয়োজন বলেও জানিয়েছেন ভাস্কর গুপ্ত। ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনও মত প্রকাশ করেননি তিনি। ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির বিষয়টি কর্মসমিতির উপরেই ছেড়ে দিয়েছেন। ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা নির্বাচনের ব্যাপারে একাধিকবার চিঠি দিয়েছি। আমরা মনে করি নির্বাচন হওয়া উচিত।’

    ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক প্রচার করা হচ্ছে বলেও আক্ষেপ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। সেই প্রসঙ্গে যাদবপুরের উৎকর্ষতা ফিরিয়ে আনার বিষয়েও উল্লেখ করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)