বিধায়ক হুমায়ুন কবীরের শো-কজ়ের জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার ফের তাঁকে ডেকে পাঠিয়েছে ওই কমিটি। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্য এবং তার পর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একের পর এক বিতর্কিত মন্তব্য বিড়ম্বনা বাড়ায় তৃণমূলের অন্দরে। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ককে শো-কজ়ের চিঠি দেয় দল। তার জবাবও দেন হুমায়ুন। তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছিলেন, শো-কজ়ে তিনি ভয় পান না। যা বলেছেন তাতে কোনও অন্যায় নেই।
সোমবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেখানে হুমায়ুনের বার বার সুর চড়ানো নিয়ে আলোচনা হয়। দল তাঁর জবাবে সন্তুষ্ট নয় বলেই খবর।
যদিও হুমায়ুন কবীর যে এই সন্তোষ-অসন্তোষের তোয়াক্কা করেন না, এ দিন তা ফের বুঝিয়ে দিয়েছেন। প্রতিবারই শো-কজ় নোটিস পেয়ে যা বলেন, এ দিন সেই একই কথা তাঁর মুখে। সংবাদমাধ্যমে হুমায়ুন বলেন, ‘তাদের নোটিস পাঠানোর অধিকার আছে। এ নিয়ে আগাম কিছু বলছি না। তবে আমি দলের বিধায়ক, আমাকে নোটিস দিলে আমি জবাব দিতে বাধ্য।’
হুমায়ুন জানান, ১৩ মার্চ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন, তা থেকে ৩১ সেকেন্ডের একটা ভিডিয়ো ক্লিপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি কী বলেছেন, কেন বলেছেন, দু’ পাতার ব্যাখ্যা দিয়েছেন দলকে। হুমায়ুনের বক্তব্য, ‘এ সবে আমি চিন্তিত নই।'