ফারাক্কায় ৪০ বছর পর দেখা মিলল বিরল অস্ট্রালেশিয়ান পেঁচা
আজকাল | ১৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রায় ৪০ বছরের দীর্ঘ বিরতির পর, অস্ট্রালেশিয়ান গ্রাস আউল (Tyto longimembris) পশ্চিমবঙ্গে আবারও দেখা গেছে। ৯ মার্চ, ফারাক্কা গুরুত্বপূর্ণ পাখি এলাকা (IBA)-তে এই বিরল পাখিটির সন্ধান পান সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সায়ক দাস নামের তিনজন পাখি পর্যবেক্ষক। মালদা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, জিজু জাস্পার জে. এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ পশ্চিমবঙ্গে এই পাখির উপস্থিতি খুবই বিরল। এর আগে ১৯৮০ সালে অজয় হোমের ‘চেনা অচেনা পাখি’ বইয়ে শান্তিনিকেতন, বীরভূমে এই পাখিটির উল্লেখ পাওয়া যায়।"
এর আগে, ১৯২০ সালে সি.এম. ইংলিসের ‘জলপাইগুড়ি জেলার মেরুদণ্ডী প্রাণীদের একটি প্রাথমিক তালিকা’ গ্রন্থে এবং ঔপনিবেশিক যুগে ই.সি. স্টুয়ার্ট বেকারও মলদহ অঞ্চলে এ পাখির উপস্থিতির কথা লিখেছেন।
বন কর্মকর্তারা জানিয়েছেন, এ পাখিটি সাধারণত নিশাচর এবং ঘাসের অঞ্চলে বসবাস করে। এর গোপনীয় স্বভাবের কারণে একে খুব কমই দেখা যায়। ৪০ বছরের বেশি সময় পরে আবারও পশ্চিমবঙ্গে এর সন্ধান পাওয়া গেল।
মঙ্গলবার, মালদা বন বিভাগের একটি দল ও জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পাখিটির অবস্থান পুনরায় যাচাই করে। তাঁরা বর্তমানে স্থানটির সংরক্ষণ এবং ভবিষ্যতে আরও ভালোভাবে সংরক্ষণের জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়ে কাজ করছেন।