• ফলতার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার ফলতায়‌। একটি রাসায়নিক কারখানার গোডাউনে আগুন লাগে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের খবর নেই। তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

    জানা গেছে, রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে ফলতার ২ নম্বর সেক্টরের প্লাটন নামে একটি কারখানায়। আচমকা কারখানার গোডাউনে আগুনের লেলিহান শিখা নজরে পড়ে কর্মীদের। মুহূর্তে আগুন বিধ্বংসী আকার নেয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দ্রুত খবর দেওয়া হয় দমকলে 

    প্রথমে দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। রাতেই আগুন নিয়ন্ত্রণে আসে‌। দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লাগে গোডাউনে। রাসায়নিক পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে।
  • Link to this news (আজকাল)