• ফাঁকা বাড়িতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, আত্মীয়ের কুকীর্তি ফাঁস করলেন মা ...
    আজকাল | ১৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে। বাড়িতে সেসময় তাঁর মা ছিলেন না। নির্জনতার সুযোগে ২৭ বছর বয়সি তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে আত্মীয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত আত্মীয়। 

    পুলিশ সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায়। গতকাল ৪০ বছর বয়সি এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর ২৭ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ করেছে দূরসম্পর্কের আত্মীয় মনিরুল মোল্লা। 

    তিনি জানান, গতকাল মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে ইদের কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর জামাইয়ের থেকে জানতে পারেন, তরুণীকে ধর্ষণ করে পালিয়ে গেছে মনিরুল। বাড়ি ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখেন। জানা গেছে, ধর্ষণের পর তরুণীকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সে। 

    এরপর হাতিশালা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের কিছুক্ষণ পরেই মনিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার তাকে বারুইপুর আদালতে তোলা হবে।
  • Link to this news (আজকাল)