কলকাতা মহানগরীতে আবারো গৃহবধূ হত্যার অভিযোগ, বিবাহ বহির্ভূত প্রেমের কারণেই হত্যা গৃহবধূকে! কী বলছে গৃহবধূ পিংকির বাবা ও জামাইবাবু?...
আজকাল | ১৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: টালা থানার বেলগাছিয়া অঞ্চলে পিংকি কুমারী নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী রোহিত চৌধুরী ও তাঁর শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। পিংকির পরিবারের দাবি, স্বামী রোহিতের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, পিংকির শ্বশুর বিজয় চৌধুরী ও শাশুড়ি গায়ত্রী দেবী এই হত্যাকাণ্ডে জড়িত।
২০২২ সালের ১৮ই মার্চ পিংকি কুমারী ও রোহিত চৌধুরীর বিবাহ হয়েছিল। তাঁদের একটি দুই বছরের পুত্র সন্তান রয়েছে, যে বর্তমানে বাবার কাছে আছে। পিংকির পরিবারের অভিযোগ, রোহিত চৌধুরী এর আগেও বহুবার পিংকির পরিবারকে হুমকি দিয়েছিল এবং পিংকিকে হত্যার আশঙ্কা করেছিলেন তাঁরা।
পিংকির জামাইবাবু অজয় প্রসাদ, যিনি ভদ্রেশ্বরে বাস করেন এবং কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত, পরিবারের হয়ে অভিযোগ জানিয়ে বলেন যে ১৩ই মার্চ রাতে পিংকিকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পরের দিন সকালে তাঁর মৃত্যুর খবর আসে। পিংকির বাবা টালা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পিংকির পরিবারের দাবি, পুলিশ পৌঁছানোর আগেই শ্বশুরবাড়ির লোকজন পিংকির ঝুলন্ত দেহ নামিয়ে ফেলে। ময়না তদন্তের জন্য দেহ আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে, এবং পরিবারের পক্ষ থেকে সঠিক বিচার দাবি করা হচ্ছে।