বাগনানে ট্রাক-গাড়ির সংঘর্ষ, মৃত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী-সহ ২
দৈনিক স্টেটসম্যান | ১৭ মার্চ ২০২৫
১৬ নম্বর জাতীয় সড়কের বাগনান লাইব্রেরি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বালিবোঝাই ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের এক মহারাজ ও এক কর্মী। আহত হয়েছেন ৫ জন। তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার ভোরে কলকাতার গড়িয়া থেকে একটি চার চাকার পণ্যবাহী গাড়ি করে মহিষাদলের আশ্রমে যাচ্ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের দু’জন মহারাজ এবং পাঁচ সেবক। বাগনান লাইব্রেরি মোড়ে আসতেই আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লেনে চলে যায় গাড়িটি। সেই সময় উল্টোদিক থেকে আসছিল বালিবোঝাই একটি ট্রাক। দ্রুতগতির ট্রাক ও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় দাঁড়িয়ে থাকা আরও একটি প্রাইভেট গাড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘের গাড়িটির পিছনে ধাক্কা মারে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।
পথ দুর্ঘটনায় আহতরা গাড়ি থেকে ছিটকে পড়েন। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে একাধিক যাত্রীর দেহ। সংঘর্ষের তীব্রতার জেরে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। পুলিশ সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী শুভঙ্করানন্দ মহারাজ এবং সেবক বাসুদেব মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
ভারত সেবাশ্রম সঙ্ঘের এক মুখপাত্র বলেন, আমরা অত্যন্ত শোকাহত। শুভঙ্করানন্দ মহারাজে (৫৫) অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যু আমাদের অপূরণীয় ক্ষতি। আমাদের কর্মী সেবক বাসুদেব মণ্ডলের (৬০) মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন স্বামী অমরানন্দ মহারাজ। আমরা আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করছি। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের গাড়ির চালক সম্ভবত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অথবা গাড়ির ব্রেক ফেল করেছিল। সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাতীয় সড়কে সারারাত বেপরোয়া গতিতে ট্রাক চলাচল করে এবং বারবার দুর্ঘটনার ঘটে। পুলিশের তদারকি নেই বললেই চলে। এই অঞ্চলে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার খবর পেয়ে গড়িয়া ও মহিষাদল ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে অন্য মহারাজ ও সেবকেরা ঘটনাস্থলে গিয়েছেন।
হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সুবিমল পাল বলেন, সকাল সাড়ে ৬টা নাগাদ জাতীয় সড়কের বাগনান লাইব্রেরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গাড়িটি পাশের লেনে চলে গিয়ে একটি বালিবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। তার পিছনে ধাক্কা দেয় আরও একটি প্রাইভেট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহারাজ এবং এক সেবকের। বাকিরা জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজে স্থানীয়েরাও হাত লাগান।