• মার্চেই বিরাট ধাক্কা! টানা বন্ধ থাকবে ব্যাংক... কবে, কেন...
    ২৪ ঘন্টা | ১৭ মার্চ ২০২৫
  • পিয়ালি মিত্র: দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৯টি ব্যাঙ্ক কর্মচারী সংগঠন নিয়ে গঠিত United forum of Bank Unions,এই সংগঠনের পক্ষ থেকে আগামী ২৪ ও ২৫ মার্চ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। আগামী ২২ মার্চ চতুর্থ শনিবার, ২৩ মার্চ রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সোমবার ও মঙ্গলবার তথা ২৪-২৫, সেই কারণেই সবমিলিয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে মোট ৪দিন। 

    পর্যাপ্ত নিয়োগ না হওয়া, সপ্তাহে পাঁচদিন কর্মদিবস, ব্যাঙ্কে আউটসোর্সিং কাজ বন্ধ করা ও অন্যান্য সরকারি কর্মীদের মতো ব্যাঙ্ক কর্মীদের গ্র্যাচুয়িটি ২০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ করা, বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক কর্মীদের উপর হামলা থেকে নিরাপত্তার দাবি সহ একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 

    পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির প্রতি কেন্দ্র সরকারে বৈমাত্রেয় সুলভ আচরণে জেরেই ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন তাঁরা, এমনটাই দাবি। আগামিকাল দিল্লিতে বৈঠক রয়েছে। সেখানে যদি সরকার কোনও পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আগামী দিনে বৃহত্তর ধর্মঘটের হুঁশিয়ারি। সমস্ত সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্রামীণ ব্যাঙ্কেও ধর্মঘট হবে। 

    বেসরকারি ব্যাঙ্কের আংশিক প্রভাব পড়ার সম্ভবনা। যেহেতু বেসরকারি ব্যাঙ্কের অফিসাররা ধর্মঘটে সামিল হবে। ধর্মঘটের আগে যেহেতু শনি-রবিবার ফলে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এটিএম খোলা থাকবে বলে জানানো হলেও যেহেতু ৪দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তাই এটিএমে আংশিক প্রভাব পড়ার সম্ভবনা। কারণ ব্যাঙ্ক বন্ধ থাকলে এটিএমে টাকা ফুরিয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। 

    বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে ও সংকুচিত কর্মী পরিবেশের চাপ কমাতে এই মুহূর্তে কর্মী নিয়োগ জরুরি। সংগঠনের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ২ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। এছাড়াও সম্প্রতি কেন্দ্রীয় ফিনান্সিয়াল সার্ভিসেসের জারি করা নির্দেশিকা প্রত্যাহারেরও দাবি তুলেছে সংগঠন। ওই নির্দেশিকায় কর্মদক্ষতার পর্যালোচনা ও কর্মদক্ষতা ভিত্তিক পারিতোষিক ঘোষণার কথা বলা আছে। সংগঠন কর্তাদের দাবি, এতে চাকরির নিশ্চয়তা কমে যাবে ও নতুন কর্মচারী নিয়োগের সম্ভাবনাও কমে আসবে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)