• ছাব্বিশেও কি বাম-কংগ্রেস জোট? প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা বললেন....
    ২৪ ঘন্টা | ১৭ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট। ছাব্বিশেও কি বাম-কংগ্রেস জোট হবে? 'এখনই কথা নয়, যা কথা হবে জানুয়ারির পরে', জল্পনা উসকে দিলেন প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা  গোলাম আহমেদ মীর।

    একুশের বিধানসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধেছিল বাম ও কংগ্রেস। সঙ্গে ছিল ISF-ও। কিন্তু লাভ হয়েছে, তা কিন্তু নয়। এখন রাজ্য়ের বাম ও কংগ্রেসে কোনও বিধায়ক নেই। কাশ্মীরের কংগ্রেস বিধায়ক  গোলাম আহমেদ মীর বলেন, 'আপাতত আমাদের দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছি। এখন আমরা না বামেদের সঙ্গে না ডানপন্থীদের সঙ্গে, না উপরের না নিচে কারও সঙ্গে জোট নিয়ে কোনও চিন্তাভাবনা নেই। এখনও সময় আছে।  যদি এপ্রিলে ভোট হয়, জানুয়ারি কথা হবে। তখন দেখা যাবে। ইদের পর জনতার কাছে যাব। জনতার মতামত নেব। যেখানে আমরা দূর্বল, সে জায়গাটাকে শক্তিশালী করব'।

    কী প্রতিক্রিয়া বামেদের? সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'ঠিকই বলেছেন। তিনি একটি সর্বভারতীয় দলের নেতা, পশ্চিমবঙ্গের দায়িত্বে। তাঁর মনে হয়েছে, যা কথা হবে জানুয়ারির পরে হবে, তা অসুবিধার কী আছে। আমি কি ওকে বলব, কালকে কথা বলুন। কেন বলতে যাব'। তাঁর সাফ কথা, ওরা একটা আলাদা রাজনৈতিক দল। ওরা আমাদের বার্তা দেবেন, যদি মনে করেন কথা বলবেন। আমরা যেটা বলব, আমাদের দিক থেকে পরিষ্কার, গোটা দেশে সবাই যদি বিজেপির বিরুদ্ধে একজোট না হয়। দেশের বিপদ হবে। আমাদের রাজ্য়ে তেমন বিজেপি, তৃণমূলকে যদি ঠেকাতে না পারি, তাহলে মানুষের বিপদ হবে। মানুষের ভবিষ্যত্‍ ভেবে যদি রাজনীতি পরিচালনা হয়।  তাহলে সারা বছরের রাজনীতি। নভেম্বর মাসে এই করব, আর জানুয়ারি মাসে ওই করব, এই ভেবে আমরা চলি না। যাঁরা চলেন, তাঁদের সেই অধিকার আছে তো'।

  • Link to this news (২৪ ঘন্টা)