• মমতার অক্সফোর্ডে যাওয়া নিয়ে 'জলঘোলা', মুখ খুলে পালটা আক্রমণ তৃণমূলের
    হিন্দুস্তান টাইমস | ১৭ মার্চ ২০২৫
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বলে বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল। এই নিয়ে প্রচার চালিয়ে দলনেত্রীর সম্মান বৃদ্ধির চেষ্টায় আছে তৃণমূল কংগ্রেস। তবে তাল কাটে আজ সকালে। সিপিআইএমের মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। এই দাবির পরিপ্রেক্ষিতে এবার পালটা মুখ খুলল তৃণমূল কংগ্রেস। এক ফেসবুকে পোস্টে দলের আইটি সেলের তরফ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় তালিকা না থাকায় উপাচার্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য দিতে পারেনি।



    এই নিয়ে তৃণমূলের পোস্টে লেখা হয়েছে, 'এক সিপিএম সমর্থক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি লিখে জানতে চেয়েছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে কিনা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস থেকে জবাব দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ, বিভাগ এবং সমিতিগুলি দ্বারা আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে বাইরের কাউকে কোনও তথ্য প্রদান করা সম্ভব নয় কারণ তাদের কাছে কলেজ, বিভাগ এবং সমিতিগুলি দ্বারা আয়োজিত অনুষ্ঠানের কেন্দ্রীয় তালিকা নেই। সিপিএম এই উত্তরের মানে করেছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানায়নি। সিপিএমকে দোষ দিয়ে লাভ নেই। জ্যোতি বসু ইংরেজি তুলে দিয়েছিল। ওরা তার ফল ভুগছে। তবে মজার বিষয় সিপিএমের দৌলতে জানা গেলো যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আরটিআই-এর আওতায় পড়ে।'



    উল্লেখ্য, এখনও পর্যন্ত সূচি অনুসারে ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুবাইয়ে তাঁর কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন’ নিয়ে বক্তব্য রাখবেন বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তবে গণশক্তিতে দাবি করা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, লন্ডনের কেলগ কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)